প্রতিটি উপজেলায় ১ টি করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যাহা প্রতিটি জেলার উপ পরিচালকের কার্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণে এবং যুব ও ক্রীড়া মন্ত্রলায়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের সর্বনিন্ম কার্যালয়। মহাপরিচালক মহোদয় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা । মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা কার্যালয়ের একজন কর্মকর্তা ও ৬ জন কর্মচারী আছে। অনুৎপাদনশীল যুব সমাজকে উৎপাদনমুখী শক্তিতে রুপান্তরের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান কিংবা স্বকর্মসংস্থানে নিয়োজিত করা এবং একক ও দলভিত্তিক ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে জাতীয় উন্নয়ন কমর্কান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করায় অধিদপ্তর ও উপজেলা কার্যালয়ের ভিশন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস